শিরোনাম :
নিউজিল্যান্ডের বিপক্ষে দুই পরিবর্তন নিয়ে বাংলাদেশের একাদশ ঘোষণা নাহিদ ইসলামের পদত্যাগ: প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর ঘোষণা আসছে আজ দুই ম্যাচ হেরেও সেমিফাইনালের স্বপ্নে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের জয় কামনা করছে পাকিস্তান সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি: সর্বোচ্চ ও সর্বনিম্ন পরিমাণে পরিবর্তন নিউজিল্যান্ডের বিপক্ষে ওপেনিংয়ে মিরাজ! মুশফিকসহ ৩ পরিবর্তন হতে পারে পাকিস্তানের হার, সেমিফাইনালে বাংলাদেশের পথ এখন পানি মত সহজ সৌদি, মালয়েশিয়া, সিঙ্গাপুর সহ বিভিন্ন দেশের মুদ্রার আজকের বিনিময় হার আজ ২৪ ফেব্রুয়ারি, দেখেনিন আজকের সকল দেশের টাকার রেট আরো কমে গেল ডলারের বিনিময় রেট এবার এল সৌদি প্রবাসীদের জন্য সবচেয়ে বড় দুঃসংবাদ

‘২৪ বছর ধরে শুধুমাত্র প্রেমের ওপর আমার গোটা ক্যারিয়ারটা দাঁড়িয়ে আছে’

  • আপডেট সময় : শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪

ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি। ‘টেক্কা’ সিনেমার প্রচারে বন্ধু সৃজিত মুখার্জির সঙ্গে তার অতীত সম্পর্কের কথা নিয়ে খোলাখুলি মন্তব্য করেন তিনি। আর সেই মন্তব্য নিয়ে সোশ্যাল মিডিয়ায় ভক্তদের মধ্যে কটাক্ষের শিকার হয়েছেন স্বস্তিকা।

এমনকি অভিনেত্রীকে এটাও শুনতে হয়েছে যে, ‘টেক্কা’র প্রোমোশনের জন্যই তিনি নাকি আর জি কর আন্দোলনে যোগ দিয়েছেন। এবার সেসব সমালোচকদের জবাব দিলেন স্বস্তিকা মুখার্জি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্ট দিয়ে স্বস্তিকা লিখেছেন, ‘আজ আর কোনও তথ্য পাওয়া গেল আমার ব্যাপারে? গত এক মাসে এত কিছু জানলাম, নতুনভাবে চিনছি নিজেকে। মানুষ এত কিছু জানে আমার ব্যাপারে যা আমিই জানি না। পুরোনো তথ্য নব প্যাকেজে পাওয়া গেলেও চলবে।’

তিনি বলেন, ‘কেউ জানলে বা খবর পেলে একটু শেয়ার করবেন। খুব অস্থির লাগছে, একটাও গালাগাল নেই, সমালোচনা নেই, কার্টুন নেই, মিম নেই, বয়কট পর্যন্ত নেই। অভ্যেসটা এমন খারাপ হয়ে গেছে এই কয়েক দিনে, মনে হচ্ছে আবার একা হয়ে গেলাম।’

আরেকটি পোস্টে তার অতীত সম্পর্ক-প্রেম নিয়ে যারা ট্রল করা শুরু করেছেন, তাদেরকে উদ্দেশ্য করে লিখেছেন, ‘ওহ আরেকটা কথা আগের পোস্টে লিখতে ভুলে গিয়েছি। আমি প্রেম করে কাজ পাওয়া থামাব না। ২৪ বছর ধরে শুধুমাত্র প্রেমের ওপর আমার গোটা ক্যারিয়ারটা দাঁড়িয়ে আছে।’

শেষে তার ভাষ্য, ‘আগামী বছরগুলোও তাই থাকবে। এই সিদ্ধান্ত নিলাম, প্রেম দীর্ঘজীবী হোক।’ সেই পোস্টেই সৃজিত মুখোপাধ্যায়কে ট্যাগ করে ‘টেক্কা’ ছবিতে তাকে কাস্ট করার জন্য ধন্যবাদ জানিয়ে অভিনেত্রী লিখলেন, “এক্স- প্রেম ধরে নিয়ে কষব।”

অন্যরা যা পছন্দ করছে
© All rights reserved © 2024 bdnews24us.com